আমুদরিয়া নিউজ : এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বড় মাপের হামলা চালাল ইসরায়েল। আল জাজিরা সংবাদ সংস্থার খবর অনুসারে, শুক্রবার ইসয়ারেলি বাহিনী হামলা চালিয়েছে বিমানে। ক্ষেপণাস্ত্রও ছোঁড়া হয়েছে দামাস্কাসের সিরিয় সেনাবাহিনীর একটি ডিভিশনে। একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে দামাস্কাসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিরিয়া সেনার একটি ডিভিশন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে বলে সূত্রটি দাবি করেছে।
বিদ্রোহীদের হামলার মুখে পড়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে গিয়েছেন। গোড়ায় সিরিয়ায় হামলা চালিয়ে গোলানে একটা বাফার জোন তৈরির কথা বলেছিল ইসরায়েল। তার পরেই রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ইসরায়েলের কাছে সিরিয়ায় হামলা বন্ধ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাতে কর্ণপাত করেননি।