আমুদরিয়া নিউজ : ইজরাযেলের সঙ্গে হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যে আরও ভযঙ্কর হযে ওঠার ইঙ্গিত মিলল{ কারণ, শুক্রবার রাতে কযেক দফায ইরানের রাজধানী তেহরান সহ কযেক জাযগায হামলা চালিযে ব্যাপক ক্ষতি করেছে ইজরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
গত কয়েক মাস ধরে ইরানের হামলার এটা পাল্টা বলে দাবি তাদের। আমেরিকা ইজরায়েলকে সমর্থন করে জানিয়েছে, এটা আত্মরক্ষামূলক কাজ। ইরান বলেছে, তেমন ক্ষতি হয়নি।