আমুদরিয়া নিউজ : কীসের যুদ্ধবিরতি! ইসরায়েল ফের হামলা চালিয়েছে গাজা ও লেবাননে। সেই সঙ্গে ইয়েমেনেও। একযোগে তিন জায়গায় হামলা চালানোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত থেকে হামলা চালানো হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। সবচেয়ে বড় হামলা হয়েছে ইয়েমেনে। সেখানকার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হচ্ছে। এই ঘটনার নিন্দা করেছে ইরান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রক শনিবার এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান।