আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করল ইসরায়েল। বুধবার দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েল সেনা। কয়েক মাস আগেই হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। তাঁদেরই একজন হলেন সিনওয়ার। হামাস প্রতিক্রিয়া জানায়নি।