আমুদরিয়া নিউজ : সব ঠিকঠাক থাকলে আগামী ১৯ জানুয়ারি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেই গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটবে। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। গাজায় বহু প্রাণহানি হয়েছে। সেখানে যুদ্ধ থামাতে বুধবার মধ্যস্থতাকারী কাতার শান্তি চুক্তির কথা ঘোষণা করেছে। আমেরিকাও গোটা প্রক্রিয়ায় রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলে চুক্তিটি রবিবার থেকে কার্যকর হবে। ৪২ দিন যুদ্ধবিরতি। চুক্তি অনুসারে, পণবন্দিদের মুক্তি দেবে হামাস। ইসরায়েলও নতুন করে হামলা চালাবে না।
