আমুদরিয়া নিউজ ডেস্ক : ইজরায়েল অধিকৃত রামাল্লায় আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা। ৪৫ দিনের জন্য অফিসটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আল-জাজিরার দাবি করেছে, রামাল্লায় আল জাজিরার কার্যালয়ের চারপাশে গোলাগুলি ও টিয়ার গ্যাসের আওযাদ পাওযা গিয়েছে। রবিবার ভোরের ঘটনা। মুখোশ পরা ইসরায়েলি সেনারা আল জাজিরা টিভির ব্যুরোকে ঢোকে। সেটি বন্ধের আদেশ দেয়। সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপের নিন্দা করেছে অনেক সংগঠনই।