আমুদরিয়া নিউজ ব্যুরো : পেজার, ওয়াকি টকি বিস্ফোরণের পরে এবার বিমান নিয়ে হামলা চালাল ইজরায়েল। শুক্রবার লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর গাঁটিতে বিমান হানা চালিয়েছে ইজরায়েল। তাতে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
সিনিয়র কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। তাঁর বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে। গাজায় যে যুদ্ধ শুরু হয়েছে তার জেরে ক্রমশ লেবানন-ইজরায়েল সংঘাত বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্বই।