আমুদরিয়া নিউজ : লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ হলেও তা এখনই পাস করার কোনও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। কারণ, বিলটি পাস করে আইনে পরিণত হতে গেলে সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন দরকার। যা এনডিএ জোটের পক্ষে এখন পাওয়া মুশকিল। কারণ বিজেপিরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। উপরন্তু, এনডিএর পক্ষে যে দিন সংসদে বিলটি পেশ হয়, সে দিন বিজেপির অন্তত ২০০ জন এমপি অনুপস্থিত ছিলেন। তাই প্রথম দিনে বিরোধীদের আপত্তিতে ভোটাভুটিতেও লোকসভার ম্যাজডিক ফিদগার ২৭২ পেরোল না এনডিএ-এপ। বিল পেশের পক্ষে ভোট পড়ল ২৬৩টি। বিপক্ষে ১৯৮টি ভোট পড়েছে।
ফলে, বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। যৌথ সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়াও প্রতিটি রাজ্যের মত নিতে হবে। তার পরে পের লোকসভায় পেশ করতে হবে। সেখানে পাশ হলে রাজ্যসভায় পেশ করতে হবে। তার পরে রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে। সে এক দীর্ঘ প্রসেস। ফলে, এখনই এক দেশ এক ভোট বিল পাসের কোনও চান্স নেই। বিলটি যদিও বা এনডিএ-এর বর্তমান মায়েদকালে কোনভাবে সংখ্যাগরিষ্ঠের অনুমোদন পেয়ে পাস হয় তা হলেও অন্তত ১০ বছর লাগবে বিলটি কার্যকর হতে। প্রশ্নটা এখানেই। তখনও কি কেন্দ্রে এনডিএ সরকার থাকবে!