আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে বিভিন্ন জেলার আদিবাসী প্রধান ব্লক গুলিতে আয়োজিত হচ্ছে দুদিনব্যাপী জয় জোহর মেলা।উল্লেখ্য এক সপ্তাহ আগে বীর বীরসা মুন্ডার একশ পঞ্চাশতম জন্ম জয়ন্তী উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই আদিবাসী প্রধান ব্লক গুলিতে আয়োজিত হচ্ছে দুদিনব্যাপী জয় জোহর মেলা। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহায়তায় কুমারগ্রাম বিডিও অফিস চত্বরে বুধবার থেকে এই মেলা শুরু হয়েছে। বুধবার বিডিও অফিস চত্বরে বীর বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর বীরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন বীর বীরসা মুন্ডার বীরগাঁথা নিয়ে আলোচনা করেন বিডিও গৌতম বর্মন। পরে কুমারগ্রাম ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে আয়োজিত হয় আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিডিও অফিস চত্বরে অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হয় আদিবাসী শিল্পীদের ধামসা মাদলের তালে নাচ গান।
বৃহস্পতিবার এই কর্মসূচির শেষদিনে আদিবাসী নাচ, গান, সাহিত্য, কবিতা চিত্রকলা প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হয় আলোচনা সভা। আদিবাসী কবি, সাহিত্যিক ও প্রবন্ধকারগন আলোচনা সভায় অংশ গ্রহন করেন। আলিপুরদুয়ার জেলা আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক সোনম ডোমা ভুটিয়া জানান এদিনের মেলায় বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন করার পাশাপাশি জাতিগত শংসাপত্র সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা ও প্রসারের লক্ষ্যেই এই মেলা। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও, সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকগন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম