আমুদরিয়া নিউজঃ জমিয়তে উলামায়ে হিন্দের প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হল কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহারের তোর্সা ব্রিজ সংলগ্ন হরিণচওড়া খেলার মাঠে এই প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়া এই সংগঠনের মালদা জেলা সভাপতি নজরুল ইসলাম, মুরশিদাবাদ জেলা সভাপতি বদরুল আলম সহঅন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোচবিহার জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে এদিন এই প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। কোচবিহার জেলা পাশাপাশি অন্যান্য অনেক জেলা থেকে সংগঠনের অজস্র নেতা কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন।
