আমুদরিয়া নিউজ : সাদা বিষাক্ত ফেনায় ঢেকে গিয়েছে যমুনা নদীবক্ষ। ছটপুজোর আগে যমুনার এই হাল দেখে গত সপ্তাহ থেকেই রাসায়নিক পদ্ধতিতে ফেনা সরানোর কাজে নেমে পড়েছে প্রশাসন। নদী পরিষ্কারের জন্য একটি পৃথক দলও গঠন করেছে দিল্লি জল বোর্ড। এছাড়াও ২০০টি অ্যান্টি স্মগ গান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর।