আমুদরিয়া নিউজ : শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন সনৎ জয়সূ্র্য। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি। গত জুলাই থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছে জয়সূর্য এবার তাঁকে পুরো সময়ের কোচ করল শ্রীলঙ্কা ক্রিকেট।
গত কয়েক মাসে তাঁর অধীনে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। গত ২৭ বছরের মধ্যে যা প্রথম। ১০ বছরের মধ্যে প্রথমবার টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে।