আমুদরিয়া নিউজ :এবার রাজ্যের কারিগরি শিক্ষা দফতর ও স্কিল অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট বিভাগের তরফে যৌথভাবে আয়োজন করছে চাকরি-মেলা মানে জব ফেয়ার।
শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই মেলায় অংশগ্রহণের নাম নথিভুক্ত করাবেন তাঁরা ইন্টারভিউ দিয়ে সরাসরি চাকরি পেতে পারেন। বহুজৈাতিক সংস্থার প্রতিনিধিরা ইন্টারভিউ নিতে থাকবেন।
যদি যোগ্যতা মিলে যায়, ইন্টারভিউয়ে সফল হন হাতে হাতে মিলতে পারে নিয়োগপত্র। অংশগ্রহণের জন্য কোনও টাকা দিতে হয় না। কোনও এজেন্ট ধরার প্রশ্ন নেই। এই জব ফেয়ার হবে দুর্গাপুরের সরকারি আইটিআই চত্বরে।
যাঁরা অংশ নিতে চান, ৩০ সেপ্টেম্বরে সকাল সাড়ে ৯টার মধ্যে দুর্গাপুর আইআইটি চত্বরে উপস্থিত হবেন। সেখানে রেজিস্ট্রেশন হবে। যাঁরা যে বিভাগে ইন্টারভিউ দিতে চান, সেখানকার সিরিয়াল নম্বর পাবেন।
সেই মতো ডাকা হবে।
বর্ধমান জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল প্রশিক্ষণ প্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবেন।