আমুদরিয়া নিউজ : জোকা থেকে বিবাদী বাগ মেট্রোর কাজ বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংস্থা। মূলত যথেচ্ছ গাছ কাটা নিয়ে আপত্তি তুলে পরিবেশপ্রেমী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু, জোকা – বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন করে কোনও গাছ কাটা বা প্রতিস্থাপন না করে মেট্রো প্রকল্পের কাজ চালানো যাবে বলে বুধবার নির্দেশ দিয়েছেন বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চ।