আমুদরিয়া নিউজ: এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন নৈহাটির মুখোপাধ্যায় জুটি ঐহিকা ও সুতীর্থা। এশিয়ান গেমসের পরে এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপেও পদক জিতে নজির গড়লেন নৈহাটির মুখোপাধ্যায় জুটি ঐহিকা ও সুতীর্থা। তাদের এই সাফল্যে খুশি তাদের পরিবার থেকে শুরু করে সকলে।
পুজোয় যখন সারা বাংলা মেতে উঠেছিল, তখন কাজাখস্তানের আস্তানা শহরে এই দুই বাংলার কন্যা এশিয়ান টিটিতে মেয়েদের ডাবলসে দুরন্ত লড়াই করে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেন। কোয়ার্টার ফাইনালে তাঁরা ৩-১ হারান দক্ষিণ কোরিয়ার কিম নেয়ং ও লি ইয়ুনহায়ে জুটিকে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে টিম ইভেন্টে ভারত পদক জিতলেও ব্যক্তিগত বিভাগে ভারত কখনও পদক জেতেনি। সোমবার রাতে শহরে ফিরে সংবর্ধনায় ভাসেন ঐহিকা ও সুতীর্থা।