আমুদরিয়া নিউজ : মেক্সিকোর পুয়েবলা এলাকায় ফের একজন সাংবাদিক গুলিবিদ্ধ হযে প্রাণ হারালেন। তাঁর নাম, মার্কো অরেলিও রামিরেজ (৬৩) ষ তিনি একটা সময়ে সরকারি অফিসারও ছিলেন। এখন সাংবাদিকতা করতেন। রিপোর্টারস উইদাউট বর্ডার্সের (আরএসএফ) মেক্সিকো শাখা জানিয়েছে, মার্কো সরকারি অফিসার পদে থাকাকালীন একাদিক অপরাধী গ্রেফতারে ভূমিকা নিয়েছেন। বেসরকারি তথ্য অনুসারে, মেক্সিকোয় ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। কিন্তু, হত্যাকারীদের কেউই সাজা পাননি এখনও।