আমুদরিয়া নিউজ ডেস্ক : ওয়াকফ (সংশোধনী) বিল (২০২৪) নিয়ে নানা পক্ষের সঙ্গে আলোচনার জন্য ৫ রাজ্যে সফরে যাচ্ছে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে পাঁচটি রাজ্যে অনানুষ্ঠানিক আলোচনা করবে। ওয়াকফ সংশোধিত বিলকে আইনে পরিণত করা নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেবে। এই আইনটি সারা দেশে নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা পরিচালনা করে থাকে।
মহারাষ্ট্র সরকার, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের প্রতিনিধিদের একত্রিত করে ২৬ সেপ্টেম্বর মুম্বইতে প্রথম আলোচনা হবে। এর পরে গুজরাত হয়ে ২৮শে সেপ্টেম্বর, জেপিসি হায়দ্রাবাদে চলে যাবে। যেখানে বেশ কয়েকটি বিশিষ্ট ওয়াকফ সম্পত্তি আছে। হায়দ্রাবাদের আলোচনায় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ওয়াকফ বোর্ডের অংশগ্রহণকারীদের পাশাপাশি উভয় রাজ্যের রাজ্য সংখ্যালঘু কমিশনের অংশগ্রহণকারীরা জড়িত থাকবে। উপরন্তু, ছত্তিশগড় ওয়াকফ বোর্ড এই আলোচনায় অংশ নেবে। পরের দিন, ২৭ সেপ্টেম্বর, জেপিসি আহমেদাবাদে আলোচনা করবে।
এর পরে, জেপিসি ৩০ সেপ্টেম্বর পরামর্শের জন্য চেন্নাই, তামিলনাড়ুতে যাবে এবং তারপরে 1 অক্টোবর আলোচনার জন্য কর্ণাটকের বেঙ্গালুরুতে যাবে। এই মিটিং জুড়ে, ওয়াকফ (সংশোধন) বিল, 2024-এর মূল দিকগুলি পরীক্ষা করা হবে। যার মধ্যে রেকর্ডের ডিজিটাইজেশন, আরও কঠোর অডিট প্রক্রিয়া, সীমাবদ্ধতা মোকাবেলার জন্য উন্নত আইনি ব্যবস্থা এবং ওয়াকফ ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ সহ। JPC-এর দেশব্যাপী আলোচনার লক্ষ্য হল ওয়াকফ আইন সংস্কারের জন্য একটি ব্যাপক পদ্ধতির নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা, আইন বিশেষজ্ঞ, ওয়াকফ বোর্ডের সদস্য এবং পাঁচটি রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা।