আমুদরিয়া নিউজ : চলে গেলেন রোমিও এন্ড জুলিয়েট তারকা অলিভিয়া হাসি আইজলি। ১৯৬৮ এর রোমিও এন্ড জুলিয়েট এবং ব্ল্যাক ক্রিস্টমাস খ্যাত তারকার বয়স হয়েছিল ৭৩ বছর। রোমিও এন্ড জুলিয়েট ছিল তাঁর জীবনের সেরা ছবি। যা এনে দিয়েছে তাঁকে গোল্ডেন গ্লোব। তাঁর মৃত্যুর খবর জানিয়ে দেওয়া বিবৃতি এরকম, গভীর দুঃখের সাথে আমরা অলিভিয়া হাসি আইজলির মৃত্যু ঘোষণা করছি, যিনি ২৭শে ডিসেম্বর তাঁর প্রিয়জনদের ছেড়ে শান্তিপূর্ণভাবে চলে গিয়েছেন।
উৎস – তারকার ইনস্টাগ্রাম