আমুদরিয়া নিউজ : এবার জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। সেখানে লালা লাজপত রাই মেডিক্যাল কলেজে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে কলেজের ২৫০ জন জুনিয়র ডাক্তার একযোগে ইস্তফা দিয়েছেন। সোমবার রাতে এক রোগিণীর মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা দেখা দেয়। সে সময়ে ওই জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়। নিরাপত্তার দাবিতে সোচ্চার হন জুনিয়র ডাক্তাররা।
