আমুদরিয়া ডেস্কঃ পশ্চিমবঙ্গের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে হস্তক্ষেপ চাইলেন। আরজিস কর হাসাপতালে একজন ডাক্তারকে ধর্ষণ ও হত্যা সংক্রান্ত ব্যাপারে তাঁদের কিছু দাবি রয়েছে। যা কি না রাজ্য সরকার এখনও মানেনি।
তাই পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের লেখা চার পৃষ্ঠার চিঠি পাঠানো হয়। চিঠির প্রতিলিপি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকেও পাঠানো হয়।