আমুদরিয়া নিউজ : আজ, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাকে শপথ বাক্য পাঠ করান। ৬ মার্চ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের পর কেন্দ্রীয় সরকার তার নিয়োগ অনুমোদনের মাত্র এক সপ্তাহ পরেই তাকে দেশের শীর্ষ আদালতের বিচারপতি পদে নিযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টে তার মেয়াদ ২০৩১ সালের অক্টোবর অবধি। সব ঠিক থাকলে তিনি ২০৩১ সালের মে মাসে দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন। তবে ২ অক্টোবর অবসর গ্রহণের আগে মাত্র চার মাসের জন্য তিনি ওই পদে বসবেন।