আমুদরিয়া নিউজ : কোচবিহারের রাসমেলায় ভেটাগুড়ির জিলিপির খ্যাতি রয়েছে। প্রতি বছর রাস মেলায় আগত হাজার হাজার দর্শনার্থী প্রসিদ্ধ এই জিলিপির স্বাদ নেন। তবে এবছর ভেটাগুড়ির জিলিপিকে টেক্কা দিচ্ছে কলাই জিলিপি!
এবার মেলায় প্রথম এই কলাই জিলিপি পাওয়া যাচ্ছে। চাহিদাও তুঙ্গে। সুদূর মুর্শিদাবাদ থেকে এই জিলিপির দোকান এসেছে মেলায়। চালের গুঁড়া, আটা, কলাই ডালের ময়দা দিয়ে এই জিলিপি তৈরি করা হয়। প্রতি কেজি জিলিপির দাম ২০০ টাকা। নতুন এই জিলিপি কিনতে মানুষের ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে।
এর পাশাপাশি ওই দোকানে মালপোয়া, খাঁজা, নিমকি, ইত্যাদি পাওয়া যাচ্ছে। রাসমেলায় এমজেএন স্টেডিয়ামে এই জিলিপির দোকান এবার সকলের নজর কাড়ছে।
তবে কলাই জিলিপির পাশাপাশি রাসমেলা বিখ্যাত ভেটাগুড়ির জিলিপি খেতেও মানুষ ভিড় করছেন।