আমুদরিয়া নিউজ : প্রতিবারের মতো দর্শকদের চমক দিতে তৈরি কল্যাণী আইটিআইয়ের লুমিনাস ক্লাব। থাইল্যান্ডের বিখ্যাত অরুণ ওয়াট মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটি। মন্দিরের উচ্চতা ১৫০ থেকে ১৫৫ ফুট। চওড়ায় মণ্ডপটি হবে প্রায় ১৩০ থেকে ১৩৫ ফুটের কাছাকাছি। মূল মন্দিরের একটি প্রধান চূড়া সহ মোট পাঁচটি চূড়া রয়েছে। সোনার গয়নায় সাজানো হয়েছে প্রতিমাকে।
