আমুদরিয়া নিউজ : ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বৈঠকে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুমুল তর্কাতর্কির সময়ে কাচের জলের বোতল ভেঙে হাত কাটল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্সের মিটিং রুমের ঘটনা। তাঁর হাতের আঙুলে চারটি সেলাই পড়েছে। পরে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আপ নেতা সঞ্জয় সিং তাঁকে মিটিং রুমে ফিরিয়ে নিয়ে যান।
সূত্র অনুসারে, এদিন মিটিং হলে যৌথ সংসদীয় কমিটির সামনে কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবী বিল নিয়ে বক্তব্য পেশ করচিলেন। সেই সময়ে কল্যাণবাবু কিছু জানতে চাইলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তর দেন। তা নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, অভিজিৎবাবু আপত্তিকর কথাবার্তা বলেছেন। কল্যাণবাবু ক্ষুব্ধ হয়ে কাচের বোতলটি হাতে কথা বলছিলেন। তা ভেঙে গেলে কল্যাণবাবুর হাত কেটে যায়।