আমুদরিয়া নিউজঃ কামতাপুরী সংগ্রামী সমাজের পথ অবরোধ ঘিরে উত্তেজনা দেখা দিল কোচবিহার জেলার মাথাভাঙ্গার গুমানিহাটে। এদিন সংঠনের পক্ষ থেকে গুমানিহাট বাজার সংলগ্ন ফালাকাটা-পুনডিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। এই ঘটনায় পুলিশ ৪৯ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
একজন আন্দোলনকারী জানান, নিজেদের জাতির উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। অনেক সময় পুলিশ তাদের বিচ্ছিন্নতাকারী তকমা দিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ। মূলত কামতাপুরী ভাষার স্বীকৃতি, বিভিন্ন স্কুল-কলেজে কামতাপুরী ভাষায় পঠনপাঠন সহ আরও বিভিন্ন দাবিতে সরব হন সংগঠনের কর্মীরা।