আমুদরিয়া নিউজ : তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রীর সন্তান প্রসবের বিল ৬ লক্ষ টাকা বলে যে হইচই শুরু হয়েছে তা নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়ে দিলেন, কাঞ্চন বিলটি জমা দেননি, খোঁজখবর নিতে গিয়ে জানিয়েছিলেন, যে ৬ লক্ষ টাকা বিল হয়েছে সেটি জমা দেওয়া যাবে কি না! কুণালের বক্তব্য, কিছু বেসরকারি হাসপাতালে যে পরিমাণ বিল নেওয়া হয়ে তাকে, কিছু ডাক্তার য়ে পরিমাণ ফি নিয়ে থাকেন তা নিয়ে কথা হতে পারে।
কুণালবাবু আরও জানান, কাঞ্চন বিলটি জমা দিলে তা নিয়ে খোঁজখবর করে সরকার সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে অহেতুক কাঞ্চনের সমালোচনা কাঙ্খিত নয় বলে তিনি মনে করেন। তবে জনমানসে কিন্তু সন্তানের প্রসব খরচ ৬ লক্ষ টাকা কীভাবে হতে পারে তা নিয়ে ব্যাপক হইচই হচ্ছে।