আমুদরিয়া নিউজ : অনেক বিতর্কের পর অবশেষে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের ইমারজেন্সি সিনেমা। চুড়ান্ত হল এই সিনেমা মুক্তির দিনক্ষণ। আগামী ১৭ জানুয়ারী সিনেমাটি মুক্তি পাবে, নতুন পোস্টার শেয়ার করে জানিয়েছেন অভিনেত্রী- প্রযোজক কঙ্গনা রানাউত। সাতের দশকের প্রেক্ষাপটে তৈরি করা এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। সিনেমাটি নিয়ে প্রথম দিকে বিতর্ক দেখা দেয়। শিরোমণি আকালি দলের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও ওঠে।
অবশেষে সব জট কাটিয়ে মুক্তি পেতে চলেছে কঙ্গনার ইমারজেন্সি।