আমুদরিয়া নিউজ : এবার গুজরাতের জেলে বন্দি গ্যাং স্টার লরেন্স বিষ্ণোইকে মারার জন্য পুরস্কার ঘোষণা করল ক্ষত্রিয় কর্ণি সেনা। রাজস্থানের রাজপুতদের বাহিনী কর্ণিসেনার পক্ষে জানানো হয়েছে, যে পুলিশ অফিসার লরেন্সকে এনকাউন্টারে খতম করতে পারবেন, তাঁকে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকা দেওয়া হবে। কর্ণি সেনার অভিযোগ তাদের এক নেতাকে লরেন্সের গ্যাং খুন করেছে।