আমুদরিয়া নিউজ : একটি বাড়ি বাইরে থেকে ঘুরে দেখছিলেন এক ভদ্রলোক। বাড়ির একটি জানলায় দেখা গেল বাড়ির কুকুরটি কাঁচের ভেতর থেকে দেখছে। এবার ভদ্রলোক আর একটি জানলার সামনে গেলেন। সেখানেও বাড়ির পোষ্যটি হাজির। আর একটি জানলার সামনে গেলেন ভদ্রলোক। সেখানেও পোষ্যটি উপস্থিত। যে জানলাতেই যান ভদ্রলোক সেখানেই দেখা মেলে কুকুরটির। ভদ্রলোক নিজেই এই ভিডিওটি তুলেছেন। ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, বাড়ির কুকুরটি থাকলে সিসিটিভির খরচা বেছে যাবে।
