আমুদরিয়া নিউজঃ কোচবিহারকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। “গ্রীন কোচবিহার, ক্লিন কোচবিহার” এই ভাবনাকে সামনে রেখে বিভিন্ন হেরিটেজ স্থানগুলির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘি চত্বরে বিশেষ স্বচ্ছতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি দিঘির পাড়ে এবং সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এই উপলক্ষে সাগরদিঘি সংলগ্ন এসপি অফিসের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এদিনের এই কর্মসূচিতে কোচবিহারের বেশ কিছু স্কুল অংশ নিয়েছিল। “গ্রীন কোচবিহার, ক্লিন কোচবিহার”- এই ব্যানার নিয়ে সাগরদিঘি চত্বরে পদযাত্রায় পা মেলায় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্মন, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের সদস্য আবদুল জলিল আহমেদ সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। কোচবিহার শহর ও হেরিটেজ স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে বলে অনুষ্ঠান মঞ্চ থেকে বার্তা দেন অতিথিরা। আগামী দিনেও এই ধরণের কর্মসূচি হবে বলে জানা গিয়েছে।