আমুদরিয়া নিউজ : কেরলের একজন অতিরিক্ত জেলাশাসককে বিনা কারণে দুর্নীতিগ্রস্ত বলায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। যিনি দুর্নীতিগ্রস্ত বলেছিলেন, তিনি হলেন কেরলের এক সিপিএম নেত্রী ও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁর নাম পি পি দিব্যা। তাঁর বিরুদ্ধে মৃত অতিরিক্ত জেলাশাসক মোহনবাবুর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তার জেরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ১৪ অক্টোবর অতিরিক্ত জেলাশাসক মোহন তাঁর নিজের জেলায় বদলি হন। তাঁর বয়স ৫৫ বছর। বদলি হলে সাধারণত ফেয়ারওয়েল হয়। সেই অনুষ্ঠানে দিব্যা গিয়ে তাঁকে জনসমক্ষে দুর্নীতিগ্রস্ত বলেন। পরদিন মোহনবাবুর দেহ মেলে বাড়িতে বন্ধ ঘরে। চারদিকে হইচই পড়ে।
কারণ, সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর পরিবার অভিযোগ জানালে দিব্যা আদালতে আগাম জামিনের আবেদন করেন। তা খারিজ করে দেয় আদালত। এর পরে তিনি আত্মসমর্পণ করেন।