আমুদরিয়া নিউজ : জাতীয় শিক্ষা পরিষদ অর্থাৎ এনসিইআরটি-র ইংরেজি মাধ্যমের বইগুলিতে হিন্দি শিরোনাম রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন কেরালার সাধারণ শিক্ষা ও কর্মসংস্থান মন্ত্রী ভি শিবানকুট্টি। তিনি আরও অভিযোগ করেন, যে কেন্দ্রীয় সরকার হিন্দি সংস্কৃতিকে চাপিয়ে দিতে এবং দেশের ভাষাগত বৈচিত্র্যকে নষ্ট করছেন। সম্প্রতি, এনসিইআরটি বিভিন্ন শ্রেণীর বইয়ের নতুন নাম প্রকাশ করেছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বইয়ের নামকরণ করা হয়েছে মৃদঙ্গ এবং তৃতীয় শ্রেণীর বইয়ের নামকরণ করা হয়েছে সন্তুর।
