আমুদরিয়া নিউজ : কুম্ভমেলার প্রস্তুতি এখন তুঙ্গে। এমন সময়ে এবার ভিডিও বার্তায় কুম্ভমেলায় নাশকতার হুমকি দিল খালিস্তানি জঙ্গিরা। জঙ্গিদলের এক নেতা গুরপতবন্ত সিং পান্নুন ওই হুমকি দিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। উল্লেখ্য পান্নুনের সংগঠন ভারতে নিষিদ্ধ।
সোমবার পিলভিটে উত্তরপ্রদেশ ও পঞ্জাব পুলিশের সঙ্গে খালিস্তানি জঙ্গিদের সংঘর্ষ হয়। সেখানে নিহত হয় তিন খালিস্তানি জঙ্গি। এরপরেই এক ভিডিও বার্তায় কুম্ভমেলায় নাশকতার হুমকি দেয় পান্নুন গোষ্ঠী। মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা ও সরস্বতী পুজোতেও হামলার হুমকি রয়েছে।