আমুদরিয়া নিউজ : মঞ্চে বসে আছেন বর বউ। সমস্ত অতিথিরা একে একে এসে দেখা করে যাচ্ছেন তাঁদের সঙ্গে। সেরকমই হিজাব পরে এক মহিলা উঠে আসেন মঞ্চে। বরের সঙ্গে কথা বলতে বলতে আচমকা জড়িয়ে ধরেন বরকে। নতুন বিয়ে হওয়া বরকে জড়িয়ে ধরতে দেখে আঁতকে ওঠেন সকলে। ওই মহিলাকে পাগলই ধরে নেওয়া হয়েছিল। বরকে ওই মহিলার আদর থেকে বাঁচাতে লোকজন এসে জমা হন মঞ্চে। মহিলা মুখের আবরণ খুলে ফেলতেই নাটকে ড্রপসিন পড়ে। আসলে বরের এক বন্ধু মহিলা সেজে এই কাণ্ড ঘটিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে দর্শকদের কমেন্ট, ওদিকে নতুন বউ তো মারাই গিয়েছিলেন প্রায়।
