আমুদরিয়া নিউজ : মানুষের বাচ্চা অপহরণ হলে নাজেহাল অবস্থা হয়। একবার ভাবুন তো পশুপাখিদের বাচ্চা চুরি গেলে তাদের কি অবস্থা হবে। কিন্তু, এ কি আর যে সে কিডন্যাপার। একটি বাচ্চা মেয়ে তার সাথে একটি কুকুরের পুতুল নিয়ে আসে। প্রথমে সে পুতুলটিকে একটি ঘুমন্ত কুকুরের কোলে শুইয়ে দেয়। এরপর সেই কুকুরের আসল বাচ্চাটিকে নিয়ে চলে যায়। ভিডিওর কমেন্টে একজন লেখেন বছরের সেরা কিডন্যাপারকে আজ দেখলাম।