আমুদরিয়া নিউজ : বিদেশে কাজ পাইয়ে দেওয়া হবে, এই টোপ দিয়ে অপহরণ করা হয় চন্ডীতলা থানার ছিটপুকুরের নাসিরউদ্দিন মল্লিককে। তাঁকে নিয়ে যাওয়া হয় সাহাগঞ্জের ডানলপ কারখানায়। সেখানে মারধর করে ভিডিও দেখিয়ে বাড়ির লোকের থেকে টাকা চায় অপহরণকারীরা। কিন্তু সন্ধে হতেই সেখানে শেয়ালের পালের আনাগোনা শুরু হয়। একসঙ্গে শেয়ালের পাল শোরগোল শুরু করে। ভয়ে অপহরণকারীরা পালায়। কোনমতে হাত খুলে বাড়ি ফিরে তরুণটি সব খুলে বলে। ঘটনার সত্যতা পুলিশ খতিয়ে দেখছে।