আমুদরিয়া নিউজঃ নামী কোম্পানী বার্গার খেয়ে গুরুতর অসুস্থ এক মার্কিন তরুণী। অসুস্থ ওই ছাত্রীর নাম কামবারলিন বউলার। আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড জংশনের ১৫ বছরের ওই তরুণী একটি নামী কোম্পানীর কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গার খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পরে তার মায়ের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী বর্তমানে হাসপাতালে ভর্তি।
অসুস্থ হওয়ার আগে সে অনেক বার ওই কোম্পানীর কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গার খেয়েছিল বলে জানিয়েছে। তার ফলে খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। তাঁর কিডনির ভালো অবস্থায় নেই। ইতিমধ্যে ১০ বার ডায়েলসিস করা হয়েছে। জানা গিয়েছে ওই কোম্পানীর হ্যামবার্গার খেয়ে এই নিয়ে ৭৫ জন অসুস্থ হয়েছে। তার মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।