আমুদরিয়া নিউজ : ক্লাসে টিচার এক থ্রি-ফোরের ছাত্রকে ধরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বল তোকে বিড়ি খাওয়া কে শিখিয়েছে? ছাত্র কাঁদো কাঁদো মুখ করে পেছনের দিকে দাঁড়িয়ে থাকা দুজনের দিকে ইঙ্গিত করে বলল, ওরা। টিচারের পরবর্তী প্রশ্ন, কেমন করে খায় বিড়ি ? ছাত্র মুখটাকে পেঁচার মতো করে দু আঙুল মুখের সামনে ধরে দেখালো, এভাবে। পরের প্রশ্ন, একটি কিনিস না বান্ডিল ? ছাত্রের জবাব, বান্ডিল। টিচারের প্রশ্নবাণের শেষে মোড়। প্রশ্ন, বিড়ি খেতে ভালো লাগে ? ছাত্রের অন্যমনস্ক জবাব, না। টিচার এবার আলতো গলায় বললেন, সত্যি করে বল। ছাত্র এবার গোবেচারা মুখ করে বলল, হ্যাঁ। ভাইরাল হওয়া এই ভিডিওয় কমেন্ট, এই বয়সে বিড়ি খেলে বড় হওয়ার পর তো আর রক্ষে নেই।
