আমুদরিয়া নিউজ : একটা পিচের ড্রামের মধ্যে চারটে বিড়াল ছানা আটকে আছে। পিচের ড্রাম মাটির সাথে এমনভাবে সেটে গেছে ওখান থেকে তোলা তো দূরের কথা নড়ানো সম্ভব হলো না। হয়তো তাদের মা তাদেরকে এনে ওখানে রেখেছিল। নরম পিচ বাচ্চাদের শরীরের গরমে আরো নরম হয়ে গেছে
এবং বাচ্চাগুলো ক্রমাগত ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। কেরোসিন তেল ঢেলে ঢেলে বাচ্চাগুলোকে ওখান থেকে বের করার চেষ্টা চলছে। প্রথম বাচ্চাটি উদ্ধারও হলো। একে একে দ্বিতীয় ও তৃতীয় বাচ্চাটিও উদ্ধার হলো। চতুর্থ বাচ্চাটি উদ্ধারকারীদের আসার আগেই মারা গেছিল। এই উদ্ধারকার্যের ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর।

পিচের ড্রামে বিড়াল ছানা
Leave a Comment