আমুদরিয়া নিউজ : বাড়ির উঠোন দিয়ে হেঁটে আসছিল পায়রা। মুখে ছিল খড়কুটো। এসে ঢুকে গেল ঘরে। ঘরে ঢুকে বাসার মধ্যে গুঁজে দিল মুখে করে আনা খড়কুটো। তবে বাসাটি সে নিজের জন্য বানায়নি। ঘরের বিড়ালটি তিন-চারটি ফুটফুটে বাচ্চা দিয়েছে। তাদের জন্যই তৈরি এই বাসা। পায়রার এই আন্তরিকতা ভিডিওয় দেখে নেটিজেরা অবাক। এমন পায়রা সবার চাই।
