আমুদরিয়া নিউজ : ক্লাবে ক্লাবে যেখানে সেরা পুজোর শিরোপা পাওয়ার লড়াই বাড়ির পুজো সেখানে নিজের ভক্তিরস এবং বনেদিয়ানায় একেবারেই অন্যরকম।
এই ধরে নিন মেডিকেল মোড়ের সুজাতাদির বাড়ির পুজো। ২০ বছর আগে একটি অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন তিনি। তারপর থেকে প্রতি বছর নিয়মিত মা দূর্গার আরাধনা করেন তিনি। স্বামীর অসুস্থতা নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনি।
বছর ২০ আগে দশমীর দিন বাজারে যাওয়ার পথে মনের অজান্তে হঠাৎই একটি পুজো প্যান্ডেলে চলে যান। দিদির বক্তব্য তিনি স্নানও সারেননি।
তিনি নিজেও জানেন না কিভাবে তিনি পুরোহিতের থেকে ফুল নিয়ে দশমী পুজোর অঞ্জলি দিতে দিতে অঝোরে কাঁদতে কাঁদতে মাকে কথা দেন তার স্বামী সুস্থ হয়ে গেলে তিনি প্রতি বছর তার বাড়িতে দূর্গাপূজা করবেন।
এই কটা বলার সাথে সাথে তার হুঁশ ফেরে। তিনি চিন্তায় পড়ে যান দুর্গাপূজার মতো এমন রাজসিক পুজো তিনি কিভাবে করবেন! কিন্তু কথায় বলে না, মা জোগাড় করে নেন। এই ঘটনার কয়েক মাসের মধ্যে ওনার স্বামী সুস্থ হয়ে ওঠে। আজও মহাধুমধামে ওনার বাড়িতে দুর্গাপুজো হয়।