সুকুমার রঞ্জন সরকার কুমারগ্রাম, ৩ জানুয়ারি: ইংরেজি নতুন বছরের শুরুতেই পর্যটকদের ভীড়ে সরগরম জলদাপাড়া জঙ্গল লাগোয়া আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম কোদাল বস্তি। এই কোদালবস্তি গ্রামে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু গাড়ি ও হাতির পিঠে করে জঙ্গল সাফারি। জঙ্গল সাফারিতে পর্যটকরা গণ্ডার, হাতি, বাইসন সহ নানা ধরনের প্রাণী ও পাখীর দর্শন পাচ্ছেন। এক সাথে এতগুলো পশু পাখির দর্শন পেতেই পর্যটকদের ভীড় বাড়ছে কোদালবস্তিতে।
বন দপ্তর সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন চারটি গাড়িতে করে ও একটি হাতির পিঠে করে জঙ্গল সাফারির ব্যবস্থা আছে। এলাকায় পর্যটকদের ভীড় বাড়ায় খুশী পর্যটন ব্যবসায়ী সহ এলাকার বাসিন্দারা। এলাকাবাসী জানান তাদের মূল জীবিকা কৃষিকাজ, বুনো হাতির অত্যাচারে তারা কৃষিকাজ বন্ধ করে দিয়েছেন। এই মুহুর্তে পর্যটনের ওপর তারা নির্ভরশীল হয়ে পড়েছেন। তাদের আশা কোদালবস্তি পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান গ্রহন করবে।