আমুদরিয়া নিউজ : চোর-ডাকাতের হানা থেকে বাঁচতে সীমান্তের খোলা জায়গায় কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়ির বাসিন্দারা। বাংলাদেশ বর্ডার গার্ড বাধা দিয়েছিল। কিন্তু, বিএসএফ পাশে দাঁড়ানোয় সেই বাধা ধোপে টেকেনি। গ্রামবাসীরা নিজেরাই বেড়া দিতে পেরেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর অবধি ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল।
