আমুদরিয়া নিউজ : অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানায়, মৃত শ্রমিকের নাম রমেশ বর্মন। বাড়ি অসম বাংলা সীমানার কুমারগ্রাম ব্লকের পাখড়িগুড়ি গ্রামে। মৃত রমেশের পরিবারের সদস্যরা জানান, শনিবার রমেশ বন্ধু বান্ধবদের সাথে হোলি খেলেছে। সেই সময় তাদের মধ্যে বচসা হয়। তারপর থেকে রমেশকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। রবিবার বাড়ির লোকজনকে ফোন করে রমেশের নিখোঁজ এর বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রমেশের বাবা, দাদা ও আরেক ভাই অন্ধ্রপ্রদেশ যান। বুধবার কারখানার অদূরে একটি পুকুরে রমেশের পচাগলা দেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। রমেশের বাবা ও দাদা দেহ শনাক্ত করে ফোন করে বাড়িতে ঘটনাটি জানান। তাদের অভিযোগ রমেশকে বচসার পর খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। পাখড়িগুড়িতে এ খবর আসার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
