সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৩ জানুয়ারি: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সংগঠনের কুমারগ্রাম ব্লক সম্পাদক মৃদুল কান্তি সাহা জানান এদিন পাগলারহাট কালিবাড়ি নাট মন্দিরে কুমারগ্রাম অঞ্চলের পয়ষট্টি জন বিশেষভাবে চাহিদা সম্পন্নদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে পনেরো জনের কুমারগ্রাম অঞ্চল কমিটি গঠিত হয়। অঞ্চল কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন যথাক্রমে রতন রায়, মিলেশ্বর দাস ও সুখময়ী দাস।
