আমুদরিয়া নিউজ : মহাকুম্ভের স্নান সেরে ফেরার সময় বাসে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক পূণ্যার্থীর। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে বৃন্দাবনে। বাসের বাকি যাত্রীদের তেমন কিছু হয়নি। বাসটি ৫০ জন তীর্থযাত্রীকে নিয়ে তেলেঙ্গানায় ফিরছিল। মথুরার বৃন্দাবনে কোনওভাবে আগুন লেগে যায় বাসে। প্রাথমিক তদন্তে জানা যায়, বাসের পিছনের আসনে বসে বিড়ি খাচ্ছিলেন তিনি। সেই বিড়ির আগুন থেকেই কোনওভাবে আগুন লেগে যায় বাসটিতে। তবে বিড়ি থেকে আগুন লেগেছে, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।