আমুদরিয়া নিউজ : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য মুম্বই পুলিশ কৌতুকাভিনেতা কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এবার সেই এফআইআর বাতিলের জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেছেন কুণাল কামরা। তাঁর আবেদনে বলা হয়েছে, এফআইআর-এ তাঁর মত প্রকাশের স্বাধীনতা, যে কোনো পেশা বা পেশা অনুশীলনের অধিকার, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের মতো মৌলিক অধিকার গুলি লঙ্ঘন করা হয়েছে।
