আমুদরিয়া নিউজ : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে রসিকতার জেরে মুম্বাই পুলিশ স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরাকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছিল। পুলিশ সূত্র জানিয়েছে, তিনি ৩ এপ্রিল পর্যন্ত সময় ছেয়েছিলেন। কিন্তু, পুলিশ তাতে রাজি না হওয়ায় ৩১ মার্চ পুলিশের সামনে হাজিরা দেবেন তিনি। প্রসঙ্গত মুম্বাইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে একটি অনুষ্ঠানে, স্পষ্টভাষী এই কমেডিয়ান একনাথ শিন্ডেকে লক্ষ্য করে ১৯৯৭ সালের বলিউড ব্লকবাস্টার দিল তো পাগল হ্যায়-এর ভোলি সি সুরত গানের একটি লাইন গেয়েছিলেন। তারপরেই বিতর্কের সৃষ্টি হয়।
