আমুদরিয়া নিউজ : শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বুধবার কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ রায়। তবে তাঁকে একাধিক শর্ত মানতে হবে।
সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন এখনও মেলেনি। তাই এখনই জেল থেকে ছাড়া পাবেন না কুন্তল।২০২৩ সালের ২১ জানুয়ারি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন।