আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুয়েতের সর্বোচ্চ সম্মান দেওয়া হল। কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহ রবিবার মোদীকে দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মাননায় ভূষিত করেন। প্রধানমন্ত্রী প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটি ভারত-কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেশটিতে ভারতীয় সম্প্রদায় এবং ভারতের ১৪০ কোটি নাগরিককে উৎসর্গ করলেন।
